থাকি যেন আনন্দ ভিখারী ।
আর কিছু ধন যেন কখন, কামনা না করি ।
আনন্দে আনন্দ লয়ে, থাকি যেন আনন্দ হয়ে
কেবল আনন্দময়ে, আনন্দে হৃদয়ে ধরি ।
জগতে যা কিছু দ্বন্দ্ব, পাইতে শুধু আনন্দ
ঐশ্বর্য্যেতে ভালো মন্দ, মাধুর্যে পূর্ণ মাধুরী ।
দয়াময় দয়াময়, দীনে যদি দয়া হয়
আনন্দ করো উদয়, নিরানন্দ অপসারি ।
যে আনন্দে লাগে দ্বন্দ্ব, চাহিনা সেই আনন্দ
নিত্যানন্দ প্রেমানন্দ, পূর্ণানন্দ প্রাণে ভরি ।
পুলকে আপনা হারা, হতে চাই পাগল পারা
বহায়ে আনন্দধারা, হৃদি সিংহাসনোপরি ।
আনন্দে বসিয়া থাক, আনন্দে আনন্দ মাখ
রুপে প্রাণ ভরে রাখ, সেবক দাস তোমারই ।।