কইরে খোকা, ডাকতেছে মা, আয়না ধেয়ে মায়ের কোলে ।
পুতুল খেলায় ছিলো খোকায়, ত্বরায় এলো খেলা ফেলে ।
অমনি মোদের খেলা জুড়ে, রয়েছেন মা দূরে সরে,
মা কারোরে ডাকলে পরে অমনি যেতে হয় চলে ।
কেউবা যদি খেলা ফেলে, কেন্দে উঠে মা মা বলে,
ছুটে এসে অমনি কোলে, নেন মা তারে কুতূহলে ।
আদরেতে স্তন্য দিয়ে, আচলেতে মুখ মুছায়ে,
শান্ত করে কত কয়ে, মিষ্ট কথায় তুষ্ট নইলে ।
খেতে দেয় মাখন ছানা, পরতে দেয় কত গয়না,
তাতেও যদি মন উঠেনা, অমনি তারে শয্যায় ফেলে
রাখতে চায় ঘুম পাতায়ে, কিন্তু যদি ঘুম না গিয়ে,
চোখ মুদিয়ে থাকে চেয়ে, হতে পারে এমন ছেলে ।
কাছ থেকে মা দূরে গেলে, অমনি আবার মা মা বলে,
মনোমোহন কয় তাহা হইলে, থাকতে পারে কোলে কোলে ।।