মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৫০

একীভূত লীলার আঁধার শিবভক্তি মাধব ।
জ্ঞান প্রেম কর্ম যুক্ত ত্রিবেণী, পরশে মুক্ত মানব ।।
পূর্ণ পরাৎপর ব্যাপ্ত চরাচর, বিশ্বম্ভর বিভূতি বিশ্ব বিভব ।।
উথলি কারণবারি, ছুটিলো দিগন্ত ভরি
মধুর মধু মাধুরী, অমৃত নাম সম্ভব ।
ত্রিতাপ তাপিত কায়, কত বা ডুবিলো তায়
আর কত ভেসে যায়, পাইতে তার সৌরভ ।
চমৎকার ভাব মনে, লাগিলো ক্ষিতি বিমানে
নিয়ত নিদিধ্যাসনে, আইলো সামীপ্যভাব ।।