মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১১৭

অসুরে বিনাশে সুরপুরী ।
সাজ মা সমরে শ্যামা, রণ বেশে অসি ধরি ।
মন মত্তকরী অরি, শ্রীপদে দলিত করি,
শব শিব জীব কায়, আরোহনে ভয়ঙ্করী ।
শত্রুদল বিনাশিতে, সত্বরা হও মা অসিতে,
স্বপক্ষে অপরাজিতে, শুভদে মা শুভঙ্করী ।।