মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২১৬

মন পাগল তুই মরবি কবে, মরবি কবে মরবি কবে
তোমার ইচ্ছা মৃত্যূ হবে যেদিন, সে দিন যদি সুখ পাই ভবে ।
এক হতে বাড়ালি কত, হলিরে তুই আশাহত
নিরাশায় ক্ষত বিক্ষত, তোমার মত কে হয় কবে ।
সঙ্গে তোমার একটি মেয়ে, তার জন্যেতে আপনা খেয়ে
যেখানে সেখানে যেয়ে, মূল হারালি কু স্বভাবে ।
আমি একটা জেতা মরা, ছেছড়াইয়া করলে সারা
তোমার যোগে পড়ে ধরা, আমার ভরা ডুবে ডুবে ।
ভেবে কয় মনোমোহন, আত্মহত্যা কর এখন
তবে সে জুড়ায় জীবন, আনন্দ উদয় হবে ।।