মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৯৩

ওগো চিন্তে, আমি থাকতে তুই যাবি কই
আমি তোরে সঙ্গে নেবো, যেদিন হবো চিতা সই ।
তুই চিন্তে সতত চিতে, দিন রাতে খেয়ে শুতে
তোর জ্বালা পারিনা সইতে, কার কাছে তোর কথা কই
তুই বড় হাবাতে মেয়ে, খেলা করিস আমায় লয়ে
তোর স্বভাবে স্বভাব দিয়ে, কখন দেখি রাজা হই ।
কখন দেখি কুড়েঘরে, ভাত জোটেনা উদর ভরে
তোমারে জড়ায়ে ধরে, অভাবে ভাব নিয়ে রই
জনম গেলো ভাবতে ভাবতে, কুল পাইলাম না খাটতে খাটতে
পারলেমনা তোর মন জোগাতে, এমন মেয়ে আছে কই
মৃত্যূ কণ্ঠা এলে রঙ্গে, সই পাতাবো তাহার সঙ্গে
মনোমোহন কয় লীলাভঙ্গে কদিন যদি সুখে রই ।।