মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৩

ডাকলে যে জন দেয় না সাড়া, কি হবে আর তারে ডেকে ।
সুখে থাক তুই আপনা ভাবে, যেমন আছিস তেমন থেকে ।
কেন্দে কেন্দে হলে সাড়া, যে মুছায় না অশ্রুধারা,
ভয় পেলে যে নেয় না কোলে, কাজ কি আছে দিয়া তাকে ।
পোড়া প্রাণ জুড়াইতে, ডাকি তায় আকুল চিতে,
সে চায় না ফিরে রয় তফাতে, এমন জনে কেবা ডাকে ।।