প্রেম বাজারে পরশমণি
বিনামূল্যে বিকিয়ে যায় ।
তোদের মরিচা ধরা লোহা তামা
যার যা আছে নিয়ে আয় ।
শিয়ালের শিং সাঁপের পাঁচ পা
আকাশ কুসুম আয় দেখে যা
শুকনা ডালা হয়ে তাজা
ফুল ফুটিয়ে গন্ধ বিলায় ।
সিংহ দরজায় নাই দারোয়ান
নাইকো কারো কৈতব গুমান
হাড়ি মুচি সবাই সমান
প্রেমানন্দে নাচে গায় ।
মনোমোহন কর্মদোষে, ইহা উহা ভাবছে বসে
দিন কাটাইলাম রঙ্গ রসে, যমদূতে যে চোখ পাকায় ।।