কুঞ্জবনে রাধা সনে শ্যামরায় ।
দেখবি যদি যুগল মিলন, আয় গো সখি চলে আয় ।
মোহন বাঁশি করে ধরা, হেলায়ে বেঁধেছে চূড়া
পীত বসন পীত ধড়া, নূপুর বাজে রাঙ্গা পায় ।
নব জলধর রুপে, বনমালা গলে শোভে
সখি সঙ্গে মনরঙ্গে বামে রাধা শোভা পায় ।
রাইয়ের মাথায় ফুলবেণী, মেঘে সৌদামিনী
দেখবি যদি আয় সজনী, যুগল দেখে প্রাণ জুড়াই ।।