দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গানসমূহ
- আঁখি মঞ্জিয়া দেখ রুপ রে (গান নং ৬)
- আইজ কেনে দেখিনা গো সই মুখে তোমার মুচকি হাসি (গান নং ২৮৫)
- আইলো রে আইলো রে বন্ধু আইলো রে (গান নং ১)
- আইলো রে আইলো রে বন্ধু কোলে আইলো রে (গান নং ২)
- আইসো আইসো গো কোলে রহম আলী (গান নং ১৪৪)
- আইসো গো বিধবা নাতিন (গান নং ৩৮৩)
- আইসো পর্দা খুলিয়া গো মা, আইসো পর্দা খুলিয়া গো (গান নং ৩)
- আইসো হাছন রাজা এই তোর ঘরবাড়ি রে (গান নং ৪)
- আকুল কইলো আকুল কইলো রে প্রাণের বন্ধে রে (গান নং ৫)
- আগুন লাগাইয়া দিলো কুণে হাছন রাজার মনে (গান নং ৭)
- আজব সুন্দর তোমার আঁখি, এগো চন্দ্রমুখী (গান নং ৩৬১)
- আজব সুন্দর রঙ্গ দেখাইলো (গান নং ৩০৯)
- আপন চিনিয়া লইয়ো, ও মন বাউরা (গান নং ৪২১)
- আপন চিনিয়া লইয়োরে ও মন আপন চিনিয়া লইয়ো (গান নং ৪২৬)
- আপন চিনিয়া লওরে মন (গান নং ৪০৬)
- আপন ভাবনা ভাবিয়া কূল পাইলাম না (গান নং ৪৪৭)
- আপন সাধন আমার হইলো না (গান নং ৮)
- আমার নাকের মাঝে হুঙ্গা দিলো হাছন রাজায় (গান নং ২৪৩)
- আমার বন্ধু আচানক সুন্দর (গান নং ৪১০)
- আমার বন্ধের রুপ আচানক সুন্দর (গান নং ৪০৭)
- আমার মন ফিরাইয়া দে প্রেয়সী পিরীতের কাজ নাই (গান নং ২৯২)
- আমার মন মজিয়াছে তোরে দেখি লো (গান নং ৩৩০)
- আমার মন মজিয়াছে রে পেয়ারীর লাল লাল রঙ্গে (গান নং ৩৯৮)
- আমার মনে লয় থাকিতাম বন্ধের হুজুর (গান নং ১০)
- আমার মনের মাঝে আছে ধন বুঝতে পারবে যে ভাইরে সুজন (গান নং ৯)
- আমার মাঝে আছে আমার খোদা গো, প্রাণ সই (গান নং ৪২৪)
- আমার হস্ত পদ তারই আমি হইতে না জুদা গো (গান নং ৪১৪)
- আমার হৃদয়েতে শ্রী হরি (গান নং ১১)
- আমি আগে আমি পিছে আমি মূলাধার (গান নং ৪৪৫)
- আমি আমার পরিচয় করিয়েছি (গান নং ১২)
- আমি আমার বন্ধের অধীন (গান নং ২৪৬)
- আমি কই আইলাম রে, কই ছিলো মোর বাড়ি (গান নং ৩২৮)
- আমি কই আর সে কই চাইয়া দেখি একই (গান নং ৪২৩)
- আমি করি রে মানা, অপ্রেমিকে গান আমার শুনবে না (গান নং ১৪)
- আমি কাম করলাম নারে, রাধলাম নারে ভাত (গান নং ৩৬৫)
- আমি কিছু নয় কেন করি ভয় (গান নং ২৬৩)
- আমি কেবল চাই তোমার দিদার, অন্য কিছু চাইনা আর (গান নং ৪২৭)
- আমি চাইনা কেউরে গো (গান নং ৩২৬)
- আমি চাইরে কেবল বন্ধের দরশন (গান নং ৩৩৭)
- আমি ছাড়বোনা ঠাকুর চান্দকে মইলে গো প্রাণসই (গান নং ১৫)
- আমি জাতি কূল যৌবন দিমু তোরে লো তোরে লো (গান নং ২৬১)
- আমি ঠাকুরের কাঙ্গালিনী গো প্রাণ সই (গান নং ৪৩৫)
- আমি তো পিরীতের মানুষ (গান নং ২৮০)
- আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা (গান নং ১৬)
- আমি তোর কাঙ্গালিনী এগো মনমোহিনী (গান নং ১৭)
- আমি দুঃখিনী কাঙ্গালী হইয়ে, পড়িয়াছি তোর চরণতলে (গান নং ১৮)
- আমি দেখিলাম রে, আমি দেখিলাম রে (গান নং ৪১২)
- আমি ধরিতে না পারি গো তারে (গান নং ২৫৬)
- আমি ধরিতে না পারি গো তারে, চিনিতে না পারি গো তারে (গান নং ১৯)
- আমি না লইলাম আল্লাজির নাম (গান নং ২০)
- আমি বান্দার কি লেখলায় নছিবে রে, হায়রে নাথ (গান নং ২১)
- আমি বারে বারে ভক্তি করি তারে (গান নং ৪৫৫)
- আমি ভাবিয়া দেখি গো, আমার মাঝে আমার খোদা গো (গান নং ৪৪৯)
- আমি মরিয়া পাই যদি শ্যামের রাঙ্গা চরণ (গান নং ২২)
- আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে (গান নং ২৩)
- আমি রাখিয়াছি বন্ধুরে দিলে, হাছন রাজা বলে (গান নং ৩৬৩)
- আমি হি আমার বন্ধুরে (গান নং ৩২১)
- আমি হি আমারও খোদা গো সজনী (গান নং ৪১৫)
- আমি হি আমি খোদা গো, এগো সই সজনী (গান নং ৪৫৭)
- আমি হি মূল মূলাধার (গান নং ২১৯)
- আমিই মূল নাগর রে (গান নং ১৩)
- আর কতদিন ভাঙ্গা বজরা ঠেলিবো (গান নং ২৪)
- আর জুদা করবোনা বন্ধুরে (গান নং ৫১৬)
- আর জুদা রাখবোনা বন্ধুরে (গান নং ২৫)
- আরে ও মন নায়ের মাঝি, কি হইয়াছে তোমার আজি (গান নং ২৬)
- আরে তোরে লইয়া করেন খেলা আমার ঠাকুর কানাইয়ে (গান নং ২৭)
- আরে দেখছো নি রে তোরা ঠাকুর রে (গান নং ৪৬১)
- আরে দেখিলাম রে বন্ধু জিগরের চান্দ দেখিলাম রে (গান নং ২৮)
- আল্লা আল্লা আমি দেখি (গান নং ২২৩)
- আল্লা আল্লা, আল্লা আল্লা (গান নং ২৩৩)
- আল্লা গছর মছর (গান নং ২১৮)
- আল্লা ছাড়িয়ে থাকিও না, আল্লা বিনে হাছন রাজায় মনে রাখিও না (গান নং ২৯)
- আল্লা ভব সমুদ্রে আল্লা ভব সমুদ্রে তরাইয়া লও মোরে (গান নং ৩০)
- আল্লা ভবসমুদ্রে তরাইয়া লও মোরে (গান নং ৩১)
- আল্লার লাগিয়া হাছন রাজা ফানা (গান নং ৫০৯)
- আশিক হাছন রাজা ইয়ে কাহতা হেয়, জো কুছ হ্যায় ছো (গান নং ২০৮)
- আহারে সোনালী বন্ধু শুনিয়ে যা মোর কথা (গান নং ৩২)
- ইয়ার ও তেরে জুদাই ছে দিল হামেশা (গান নং ৫১৯)
- উঠিয়াছে পিরীতের ঢেউ হাছন রাজার মনে (গান নং ৩৩)
- একদিন তোর হইবে মরণ রে পাষাণের মন (গান নং ৩১৪)
- একদিন তোর হইবে মরণ রে হাছন রাজা (গান নং ৩৫)
- এগো মইলা, তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা (গান নং ৩৪)
- এগো মা তব সম রুপ রঙ্গ কার (গান নং ৩৬)
- এগো মা লাল গো রঙ্গি, কর মোরে গো সঙ্গী (গান নং ৩৯)
- এগো রহিম জান গো তো লাগিয়া হাছন রাজা পাগল গো (গান নং ৩৭)
- এগো লাইন্তি সুন্দরী আমি মজি তোমায় দেখি (গান নং ৩৯৪)
- এগো লাইন্তি সুন্দরী আমি মরি তোমায় হেরি (গান নং ৪০)
- এগো সই সজনী, আমি আছনী নিছনী লইয়া মরি বন্ধের গো (গান নং ৪১)
- এগো সখী, মনের দুঃখ নিভাইবো কুনে গো (গান নং ৩১৮)
- এগো সুন্দরী গো, তোর ঝলমল ঝলমল রঙ্গে প্রাণ নিলো গো (গান নং ৪৯২)
- এগো সুন্দরী গো, তোর লাগিয়া হাছন রাজা দেওয়ানা (গান নং ৪২)
- এগো সুন্দরী দিদি, কথা শুইনা যা গো (গান নং ৩৮)
- এগো সুন্দরী দিদি, কথা শুনিয়া যা গো (গান নং ৪৩)
- এগো সোনালী নাতিন, কই গেলো তোর বাঁকা খোপা (গান নং ২৫৫)
- এদেশে মানুষ নাইরে প্রায়ই অহুশ (গান নং ৪৪)
- এলো ঠমকিয়া বালি মন আমার উদাস করিলে (গান নং ৩৭৬)
- ও জান বাইর হইলো (গান নং ৪৫)
- ও তুই কেন গো সুন্দরী (গান নং ৪৮৫)
- ও তোর প্রেমে মজিলেম এলো সখী (গান নং ৪৫৪)
- ও তোর প্রেমে মজিলেম যৌবন দিবে নি (গান নং ২৭৪)
- ও পিয়ারো রে বালা, বাজে বাছরিয়া রে (গান নং ২০৯)
- ও প্রাণ বন্ধুরে বৃথা জনম গেলো আমার (গান নং ৩২৭)
- ও প্রাণ বন্ধুরে বৃথা জন্ম গেলো আমার (গান নং ৪৬)
- ও বন্ধু অন্তরিয়া রে আমি তোরে ডাকিরে বন্ধু (গান নং ৪৮)
- ও বন্ধু সুন্দর রে, থাক থাক আমার আন্দরে বন্ধু সুন্দর রে (গান নং ৪৭)
- ও মন রইলে বে ফিকির (গান নং ৫৩)
- ও যৌবন ঘুমেরই স্বপন (গান নং ৫৫)
- ও রুপসী লো তোর রুপে মোরে করিলো ফানা (গান নং ৩৬২)
- ও সোনা দিদি গো (গান নং ২৭১)
- ওবা ঠাকুর আল্লাজি (গান নং ৪৯)
- ওবা মাবুদ আল্লাজি (গান নং ৫০)
- ওবা মুর্শিদ আল্লাজি ওবা হাদী আল্লাজি (গান নং ৫১)
- ওবা মুসলমান মিঞা বল দেখি চাই (গান নং ৫২)
- ওমা কালী কালী গো, এত নি ভঙ্গিমা জানো (গান নং ৫৪)
- ওরে আমার পাগলা মাঝি (গান নং ৫৬)
- ওরে প্রাণরে ছাড়িয়া দিবোনা আর তোরে (গান নং ২৪০)
- ওরে হাছন রাজা মিয়া, প্রেমের বান্ধন বান্ধো রে (গান নং ৫৭)
- কঠিন শ্যামে মন ভুলাইলো এগো এগো সজনী (গান নং ৩৯২)
- কঠিন শ্যামের মন আমার সাজও ভুলেনা (গান নং ৩২০)
- কত যন্ত্রণা জ্বালা দিলে ওরে প্রাণ (গান নং ২৯৮)
- কত যন্ত্রণা জ্বালা দিলে, ওরে প্রাণ (গান নং ৬০)
- কতদিন আর খেলবে হাছন ভবেরই খেলা (গান নং ৫৮)
- কতদিন থাকিবায় লক্ষণছিরি রে হাছন রাজা (গান নং ৫৯)
- কপাল পুড়া মনে মোরে মাইলো গো (গান নং ৬১)
- কলঙ্কিনী নাম দেশে যদি হইলো প্রচার (গান নং ৩১৩)
- কলসি নামা সুন্দরী ও, একবার নয়ন ভরিয়া হেরি (গান নং ৪০০)
- কলে হাসে কলে মাতে কলে করে কারখানা (গান নং ৬২)
- কাঙ্গালের বন্ধু কাঙ্গালের বন্ধু কাঙ্গালেরে তোমায় দেও দান (গান নং ৪৩৭)
- কাঙ্গালের বন্ধু, কাঙ্গালের বন্ধু ও, ডাকে হাছন রাজা কাঙ্গালে (গান নং ৬৩)
- কানাই তুমি খেইড় খেলাও কেনে (গান নং ৬৪)
- কামাই কইলে জামাই পাইবায় ভালো গো সুন্দরী নাতিন (গান নং ৬৫)
- কারে তুমি বুঝাওরে বন্ধু, তোমার পাগলা হাছন নাহি বোঝে (গান নং ৬৬)
- কারে বন্ধে করিবো পার মোল্লার ঝি কারে বন্ধে করিবো পার (গান নং ৬৭)
- কালা আয়রে আয় কুঞ্জে আয় (গান নং ৬৮)
- কি হইবো কি হইবো আমার গতি পাগল মন (গান নং ৪৬৯)
- কি হইবো মোর হাশরের দিন রে ভাই মমিন (গান নং ৭১)
- কি হইলো গো প্রাণ সজনী দেখলে তাইরে প্রাণ বাঁচেনা (গান নং ২৪১)
- কি হইলো মম প্রেমজ্বালা, জ্বলে জ্বলে জ্বলে (গান নং ৭২)
- কিয়া রাঙ দিখায়া মুঝে পিয়া পিয়া (গান নং ৫২২)
- কীসের বাড়ি কীসের ঘর রে কীসের জমিদারী (গান নং ৬৯)
- কীসের ভাবনা ভাবো হাছন রাজা দিন তা গেলো তোর গইয়ে (গান নং ৭০)
- কে বলে বন্ধু আমার কালা (গান নং ৩৪৭)
- কেউ জানেনা রে পিরীতের ধারা (গান নং ২৮৯)
- কেন আইলায়না রে রাধার কালাচান্দ (গান নং ৭৩)
- কেন আইলে এই ভবে ওরে মন (গান নং ৪১৮)
- কেন আইলে ও প্রাণ আগুন জ্বালাইতে (গান নং ৪৯০)
- কেন আইলে লো ও তুই জলে জলে (গান নং ৪০১)
- কেন যে আসিলায় ভবে মানুষ যদি হইলায় না (গান নং ৩৪৯)
- কেবা কার কারবা কে সকলেই শূণ্য (গান নং ৩৩৮)
- কোলে লইলে মোরে থইয়ো না রে আর (গান নং ৪০৮)
- খোদা মিলে প্রেমিক হইলে (গান নং ৭৪)
- খোদা মিলে প্রেমিক হইলে রে মন (গান নং ৭৫)
- খোদা রসুল ভুল গায়া আব ইয়ে পিয়ারা (গান নং ৫১৭)
- গুড্ডি উড়াইলো মোরে, মৌলার হাতে ডুরি (গান নং ৭৬)
- গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন গো এগো বৃন্দে (গান নং ৭৭)
- গোবিন্দের লাগিয়া রাধার সদাই জরে প্রাণ গো (গান নং ৪৬৫)
- ঘরের গিরি ঘরের গিরি রে একবার আইসো ঘর থাকি (গান নং ৭৮)
- ঘুমাইলে ঘুমে ধরেনা প্রাণবন্ধের লাগিয়া (গান নং ২৯৫)
- চট দিয়া বালী বন্ধু চট দেখাইয়া নিলে প্রাণ (গান নং ৩৪৪)
- চটকিয়া বালি চটকিয়া চটকিয়া নিলে প্রাণ (গান নং ৩৬৭)
- চিকন কালা চিকন কালা ও চিকন কালা (গান নং ৩৭৪)
- চিরকালের দাস হইয়ে মনিবের কাজ করিনা রে (গান নং ৭৯)
- ছাড়িলাম হাছনের নাও রে (গান নং ৮০)
- ছিড়লো দাতে মিছরি দিয়া পাগল করলো মোরে (গান নং ২৫৩)
- ছোট দেওরা রে পিরীতের মজা কে জানে (গান নং ৪৭৪)
- ছোটা দেওরা ছে দিল মেরি লাগি রে (গান নং ৫২১)
- জগতের স্বামী সকলই তুমি তুমি (গান নং ৫১২)
- জ্বালাইলো কে পিরীতের আগুন মম মনে রে (গান নং ৮১)
- ঝিলিমিলি ঝিলিমিলি করে তার বদনে (গান নং ৮২)
- ঠমকিয়া বালি যায়রে নাচন দেখাইয়া (গান নং ৩৯০)
- ঠাকুর আও, আওরে আও (গান নং ৮৩)
- ঠাকুর কি মোরে করবো নি বিয়া (গান নং ৩৭১)
- ঠাকুর চিনিয়া যদি ধরো, আপন পরিচয় করো (গান নং ৪৫৬)
- ঠাকুর ছাড়া থাকবোনা রে আর (গান নং ৩০২)
- ঠাকুর ঠাকুর ঠাকুর আমি চাই (গান নং ৩৩১)
- ঠাকুর বিনে আমার প্রাণ তো বাঁচেনা (গান নং ২৮৪)
- ঠাকুর মুনিব ডাকিরে তোমায়, কোলে লও আমায় (গান নং ৮৬)
- ঠাকুর মোরে পার করবায় নি (গান নং ৮৫)
- ঠাকুরকে রাখ হিয়ার মাঝে গো দিলারাম (গান নং ৮৪)
- ঠাকুরের লাগিয়া চিত্তে মোর বাইরম বাইরম করে গো (গান নং ৪২৯)
- তারে কেউ ধরিতে না পারে ধরিতে না পারে (গান নং ৮৮)
- তারে তো কেউ দেখলায় নারে (গান নং ৪৬৬)
- তুই কেনে মোর মন মজাইলে (গান নং ৩৭৯)
- তুই খোদা মোরে জুদা কেন রাখিলে (গান নং ৪১৯)
- তুই ঠাকুরের কাঙ্গালী আমি (গান নং ৮৯)
- তুই মোরে করিলে কানা সুন্দরী সুনা (গান নং ৩৯৬)
- তুই মোরে কলঙ্কিনী কইলে গো, ভবজানের মা (গান নং ৯০)
- তুই মোরে ভাসাইলে সমুদ্দুরে রে প্রাণের ঠাকুর (গান নং ৪৩১)
- তুমি কি সুখে রইলে গো প্রাণ ঘুমাইয়ে (গান নং ৪৭১)
- তুমি কে আর আমি বা কে তার তো আমি জানিনা (গান নং ৪৪৮)
- তুমি কে আর আমি বা কে, তাই তো আমি বুঝিনা রে (গান নং ৯১)
- তুমি কেমন আছো গো ও প্রাণ প্রেয়সী (গান নং ৩৬৯)
- তুমি নি মোর মন ভুলাউরি লো সুন্দরী (গান নং ২৬৫)
- তেন্দর মেন্দর করিসনা লো নৈরাশী (গান নং ২৯০)
- তেরে ছুনেলি রঙ্গ পার হাছন রাজা দেওয়ানা (গান নং ২১০)
- তেরে লাল রঙ্গ পর হাছন রাজা দেওয়ানা (গান নং ২১১)
- তেরে লিয়ে ম্যায় তো হুয়ে মাতওয়ারা (গান নং ৫২৩)
- তোর সনে মোর কীসের মায়া দয়া (গান নং ৯২)
- তোরা দেখ আইয়া গো (গান নং ৩১৬)
- তোরা দেখছো নিগো, ঘরের গিরিরে (গান নং ৮৭)
- তোরে দেখিয়া প্রাণ গেলো গো (গান নং ২৫৮)
- থাকতে পারিনা এগো ঘরে (গান নং ২৪৮)
- দিন গেলো গিয়া কি চাইয়া রইলে (গান নং ৯৮)
- দিন গেলো গিয়া কি চাইয়ে রইলে (গান নং ৯৯)
- দিন গেলো দিন গেলোরে আমার (গান নং ৪৪৩)
- দিন তো কাছাইয়া আইলো কি করলে রে হাছন রাজা (গান নং ৪৪২)
- দিন তো গেলো দিনের পন্থে চাইয়ে রইলে কি (গান নং ১০০)
- দিল পেরেশান হ্যায় ভালা মেরা দিল পেরেশান হ্যায় (গান নং ৫২৬)
- দিলবরের মা কেন আইলে বাজারে (গান নং ৪৯৪)
- দিলবরের মা কেনে আইলে বাজারে (গান নং ১০১)
- দিয়ে দেখা প্রাণসখা মন নিয়ে কই গেলো (গান নং ২৭৬)
- দুনিয়ার লাগি কান্দিয়া ফিরো, দুনিয়া নি যাইবো সঙ্গে (গান নং ১০২)
- দেখ আইয়া তোরা (গান নং ৪৮৮)
- দেখলাম দেখলাম তোর নূরী (গান নং ১০৩)
- দেখা দেও দেখা দেও বন্ধুরে ভুবন মোহান (গান নং ১০৪)
- দেখি তোর রঙ্গি ভঙ্গি হইতে চাই তোর সঙ্গী (গান নং ৩৫৩)
- দেখিয়া আর প্রাণ বাঁচেনা তুই সুন্দরী রে (গান নং ৪৯১)
- দেখিয়া খোদা মিয়ার ছবি, দিনে রাইতে আমি ভাবি (গান নং ৪১৩)
- দেখিয়া তোর নূরী অঙ্গ আর দেখিয়া ঝলমল রঙ্গ (গান নং ৩৯৯)
- দেখিয়া তোর পিন্দনের শাড়ী লাল কিনারি (গান নং ৩৯৭)
- দেখিয়া তোর বাঁকা আঁখি এলো সখি (গান নং ২৯৩)
- দেখিয়া তোর বাঁকা আঁখি প্রাণ গেলো এগো সখি (গান নং ২৯৪)
- দেখিয়া তোর বাকা মুখ এলো সখী বেউফা (গান নং ৪৮০)
- দেখিয়া তোর রাঙ্গা বদন এলো সুজন (গান নং ৪৮২)
- দেখিয়া তোর রুপের ভঙ্গি এলো রঙ্গি (গান নং ৩২৯)
- দেখিয়া তোর রুপের ভঙ্গি, হাছন রাজা হইলো গো সঙ্গী (গান নং ৫১১)
- দেখিয়া তোর লাল মুখখান (গান নং ৩৮৮)
- দেখিয়া লো তোর রঙ্গের বাহার মন হইয়াছে উদাসী (গান নং ৪৭৯)
- দেখিয়া সুন্দরী ভালা হাছন রাজার হইলো জ্বালা (গান নং ৩৫৮)
- দেখিয়া সুন্দরীর তারা বারা (গান নং ৩৩২)
- দেখিয়ে ঠাকুরের ভঙ্গি হাছন রাজা হইলো সঙ্গী (গান নং ৪৭০)
- দেখিয়ে নূরী অঙ্গ আর দেখিয়ে ঝলমলা রঙ্গ (গান নং ১০৫)
- দেখিয়ে বাউজের না তুঙ্গা তুঙ্গা (গান নং ২৩৪)
- দেখিয়ে সুন্দরী ভালা হাছন রাজার হইলো জ্বালা (গান নং ২৭৮)
- দেখিয়ে সুন্দরীর তেদরানী তেদরানী (গান নং ২৫৭)
- দয়া ধর রে দিলের নাথ দয়া ধরো (গান নং ৯৩)
- দয়া ধরিয়া একবার আইসো কোলে যে, ও প্রাণের বন্ধু (গান নং ৩৪৬)
- দয়া নি করিবায় মোরে রে ও বন্ধু দয়াল শ্যাম (গান নং ৯৪)
- দয়াল কানাই দয়াল কানাই রে (গান নং ২৭০)
- দয়াল কানাই, দয়াল কানাই রে (গান নং ৯৫)
- দয়াল বন্ধু ও দয়া ধর মুই অধমেরে (গান নং ৯৬)
- দয়াল বন্ধু দয়াল বন্ধু ও দয়া ধরিয়ে লও মোরে কোলে (গান নং ৯৭)
- ধইলো পিরীতের গুন্ডায় জাতিয়া (গান নং ২২৯)
- ধর দিলারাম, ধর দিলারাম, ধর দিলারাম ধর (গান নং ১০৬)
- ধর ধর মন ঠিক করিয়া ধর (গান নং ৪১৬)
- ধরাইয়া ধরাইয়া নাও বাইয়ো মন মাঝি রে (গান নং ৪৫৮)
- ধৈল ধৈল মোরে জয়ানে জয়ানে (গান নং ২৮২)
- নতুন যৌবনকালে রে কত লোকে চাইয়া যায় (গান নং ২৭৭)
- নমাজ পড় নমাজ পড় ভাই মমিন নমাজ পড় (গান নং ১০৭)
- না জানি কি করবো বন্ধে মোরে গো প্রাণ সজনী (গান নং ৪৪০)
- না জানি কি করবো বন্ধে মোরে গো সই সজনী (গান নং ১০৮)
- নাচিয়ে নাচিয়ে পিয়ারী যায় রে (গান নং ১৪৫)
- নামাজ পড় নামাজ পড় কে ওরে ভাই (গান নং ৪৬০)
- নিঠুর কালার পিরীত করিয়ে প্রাণ গেলো সই (গান নং ৩৫৭)
- নিশা লাগিলো রে বাঁকা দুই নয়নে (গান নং ১০৯)
- পন্থ ছোড় যমুনাতে যাই রে, সুন্দর কানাই রে (গান নং ১১০)
- পলকিয়া ভালি পলকে লইয়া যাও প্রাণ (গান নং ৪৭৬)
- পাগল মোরে কইলো তোর সুন্দর খোপার ফুলে (গান নং ২৬০)
- পাগল মোরে করলো রে খুবসুরত গুলজানে (গান নং ২৯৬)
- পাগল মোরে করলো রে পেয়ারীর রাঙ্গা গায় (গান নং ৩৯৩)
- পাগল রে তরাইয়ো নিজে নিজে (গান নং ১১২)
- পার করে দে ভবনদী এগো দিদি (গান নং ১১৩)
- পিরীত করা বড় যে কঠিন (গান নং ৪৮১)
- পিরীত করিয়া এই লাভ হইলো (গান নং ৪৬৮)
- পিরীত করিয়ে পিরীত করিয়ে মোর মন উদাসী (গান নং ১১৪)
- পিরীত করিয়ে মরিয়ে যায় রে (গান নং ২৭৯)
- পিরীতি করিয়া মরিয়ে জরিয়ে (গান নং ৩৫৯)
- পিরীতি জ্বালাইলো পিরীতি আমারে জ্বালাইলো (গান নং ৩৭৮)
- পিরীতে তোরে করলো দেওয়ানা (গান নং ৪৮৭)
- পিরীতে মোরে করলো দেওয়ানা (গান নং ৩৫০)
- পিরীতে মোরে করিয়াছে দেওয়ানা (গান নং ১১৫)
- পিরীতে মোরে থাকতে দিলোনা ঘরে (গান নং ২২৮)
- পিরীতের আগুন পিরীতের আগুন রে (গান নং ১১৬)
- পিরীতের আগুন পিরীতের আগুন রে, উঠে জ্বলি জ্বলি (গান নং ২২৪)
- পিরীতের উদাসী হাছন রাজা রে (গান নং ১১৭)
- পিরীতের কি এত যন্ত্রণা আগে জানি না (গান নং ৪০৫)
- পিরীতের কি এত যন্ত্রণা আগে জানিনা (গান নং ২৪৫)
- পিরীতের কি এত যন্ত্রণা, আগে জানিনা (গান নং ১১৮)
- পিরীতের কি এত রে জ্বালা (গান নং ২৫১)
- পিরীতের কি এত রে জ্বালা, রাঙ্গা বদন হইলো মোর কালা (গান নং ১১৯)
- পিরীতের কি এতই রে তাইস (গান নং ২৭৩)
- পিরীতের জ্বালায় জ্বলিয়ে জ্বলিয়ে মরলাম সজনী (গান নং ৩৬৬)
- পিরীতের ধারা সে তো জানেনা রে (গান নং ১২০)
- পিরীতের মানুষ যারা আউলা জাউলা হয়রে তারা (গান নং ২৮৭)
- পিরীতের মানুষ যারা, আউলা ঝাউলা হয়রে তারা (গান নং ১২১)
- পেয়ারী যায়রে জলে জলে (গান নং ৩৪২)
- প্রাণ কেন ছটফট করে গো, দেখিয়া তোর যৌবনের বাহার (গান নং ৪৩২)
- প্রাণ কেন ছটফট করে লো দেখি তোর যৌবনের বাহার (গান নং ২৬৮)
- প্রাণ কেন ধড় ফড় করে লো তোর যৌবন দেখিয়া (গান নং ৪৩৪)
- প্রাণ কেন ধড়ফড় করে গো ও তোর যৌবন দেখিয়া (গান নং ২৬৯)
- প্রাণ গেলে পেয়ারী ছাড়বোনা তোরে (গান নং ২৬২)
- প্রাণ প্রিয়সী মোরে তুলিয়া লও কোলে (গান নং ১৮৭)
- প্রাণ বন্ধু মোরে আলগ রাখিও না (গান নং ১২২)
- প্রাণ রে কারে করিবো আমি সেজদা (গান নং ৪৫৩)
- প্রাণ রে তোমায় ছাড়িয়া আমি থাকবো না (গান নং ৪৫৯)
- প্রাণ রে মিছে বলি আমি আমি (গান নং ৪৫২)
- প্রেম জ্বরে, আমি প্রাণে এখন মরি গো, প্রেম জ্বরে (গান নং ১২৩)
- প্রেম বেমারে ঘায়েল করছে কলিজার মাঝার (গান নং ৩০০)
- প্রেমানলে হাছন রাজা জ্বলিলো (গান নং ১২৪)
- প্রেমের আগুন প্রেমের আগুন রে বড়ই কঠিন (গান নং ১২৫)
- প্রেমের আগুন লাগলো রে হাছন রাজার অঙ্গে (গান নং ১২৬)
- প্রেমের আগুন লাগলো হাছন রাজার গায় (গান নং ২৫০)
- প্রেমের আগুন লাগি নাচে হাছন রাজা ভাই (গান নং ৫০১)
- প্রেমের জ্বালায় জ্বলিয়া মরি কিমত করিয়া সই (গান নং ৪৪১)
- প্রেমের জ্বালায় হাছন রাজা বলিলো বন্ধুরে (গান নং ৪২০)
- প্রেমের নাচন নাচো হাছন, প্রেমের নাচন নাচো (গান নং ৩০৩)
- প্রেমের বাজারে বিকে মানিক ও সোনা রে (গান নং ১২৭)
- প্রেমের বাজারে বিকে মানিক সোনা রে (গান নং ১২৮)
- প্রেমের মানুষ নয় যারা, হাছন রাজার গান শুনিসনা তোরা (গান নং ১২৯)
- প্রেয়সী লো তোর পিরীতে মোরে করলো দিওয়ানা দিওয়ানা (গান নং ৪৭২)
- পড়িয়ে ভব দরিয়ায় হায় হাছন রাজায় কান্দে হায় (গান নং ১১১)
- ফুলো কি হার ম্যায়নে গাঁথি রে (গান নং ৫২৫)
- বন্দে নাচেরে নাচে, বন্দে আমারে পাগল করিয়াছে (গান নং ৫০৮)
- বন্ধু আয় আয় আয় (গান নং ৪৩৬)
- বন্ধু জিনিয়ে পূর্ণিমার শশী রে (গান নং ১৩২)
- বন্ধু ডাকি তোমারে সাধিয়ে সাধিয়ে (গান নং ৩৮১)
- বন্ধু তোর পায়ে ধরি পায়ে পড়ি (গান নং ২৪২)
- বন্ধু তোর লাগিয়া রে, ও বন্ধু তোর লাগিয়া রে (গান নং ৪৬৪)
- বন্ধু বিহনে মনে করে হাহা হাহা (গান নং ৩৮০)
- বন্ধু মিলে মিলেরে ভালা বসন্ত সময়কালে (গান নং ৪২৫)
- বন্ধুর মাঝে আছে আমার খোদা গো প্রাণ সই (গান নং ৪১১)
- বন্ধুরে দেখিয়া মন লাগিয়াছে আমার (গান নং ৪০৯)
- বন্ধুরে রাখিমু হিয়ার মাঝে গো সই সজনী (গান নং ১৩৩)
- বন্ধে কি আর আমায় ভালবাসে, কান্দে হাছন রাজা দাসে (গান নং ৩৩৬)
- বন্ধে কি করিবো মোরে (গান নং ১৩০)
- বন্ধে কেন আমার ভালবাসেনা (গান নং ১৩১)
- বন্ধে নাচে রে নাচে, হাছন রাজারে পাগল করিয়াছে (গান নং ১৩৪)
- বন্ধে প্রেমের শেলে মোরে ঘাও দিলো রে (গান নং ৩১০)
- বন্ধের পায়ে ধরি পায়ে পড়ি একবার লও কোলে (গান নং ২৯৯)
- বন্ধের বাড়িয়ে আমার বাড়িয়ে মধ্যে আছে বেড়া (গান নং ২৭৫)
- বন্ধের রুপ দেখরে নিরখিয়া (গান নং ১৩৫)
- বন্ধের রুপ দেখিয়া রে (গান নং ২২২)
- বসন্ত সময়কালে কোকিলায় বলে (গান নং ৪৮৯)
- বাঁচবোনা আর হাছন রাজা প্রাণবন্ধু বিহনে (গান নং ৩৩৯)
- বাঁচিবার আর সাধ নাই আছে গো প্রাণ সজনী (গান নং ৩১৭)
- বাউজ আমার বড়ই রসিক (গান নং ৪৭৭)
- বাউলা কে বানাইলো রে হাছন রাজা রে (গান নং ১৩৬)
- বাগানে দেখিয়ে বনমালী (গান নং ১৩৭)
- বাজনা বাজে বাজনা বাজে রে (গান নং ২৪৭)
- বাজনা বাজে বাজনা বাজেরে (গান নং ৪০৪)
- বাত্তি জ্বালাইয়া দেখ শাম (গান নং ৩৯৫)
- বাত্তি জ্বালাইয়া দেখ শ্যাম, রাধার ঘরে করে কাম (গান নং ১৩৮)
- বানাউরা বাবা ঠাকুর চান্দ, তুই কই রইলে রে (গান নং ৩০৭)
- বান্দির ফুরি করিও নারে বিয়া (গান নং ৩৬০)
- বাশী বাজাইয়ে যায় রে কালা (গান নং ২৮৩)
- বাড়ৈ কই লুকাইলায় রে (গান নং ১৩৯)
- বিকাইলে নি বন্ধে কিনে নি গো সজনী সই (গান নং ১৪০)
- বিচার করি চাইয়া দেখি সকলেই আমি (গান নং ১৪১)
- বুঝতে কি পারবেনা বাদিয়া ছেড়ি (গান নং ৩৮৪)
- বুঝবে বুঝবে রে তোরা মইলে (গান নং ১৪২)
- বুদ্ধি নাইরে, বুদ্ধি নিছে হরিয়া (গান নং ১৪৩)
- ভাই হুশ কর রে হুশ কর রে ভাই (গান নং ৪৬২)
- ভালা আমারে করিলাম দান তোমারে (গান নং ৪২২)
- ভালা নাচে নাচেরে ভালা (গান নং ৪০৩)
- ভালা নাচে নাচেরে ভালা বসন্ত মজিয়ে সময়কালে (গান নং ২৫৪)
- ভালা বাঁকা তেরসা মেরা দেওরা রে (গান নং ৫২০)
- ভালা সৌন্দলি রাঙ কা মেরে পিয়ারা রে (গান নং ৫১৮)
- মইলাম মইলাম তোর তাইসে বন্ধুরে (গান নং ৩৫৬)
- মইলে কি ধন নিবায় সঙ্গে রে পাগল মন (গান নং ৪৬৭)
- মইলে বসতি হইবে কই, তোরা জানো নিগো সই (গান নং ২২৬)
- মদিনা মুনাওয়ারা মে মেরা পেয়ারা রে (গান নং ৫২৮)
- মন চিনলায়না আপন, কোনদিন কোন সময় পরিবায় কাফন (গান নং ১৪৬)
- মন চিনিয়া লও আপন, কোন দিন কোন সময় পড়িবায় কাফন (গান নং ৪৩৮)
- মন তুমি কার ভাবে রে হইয়াছো পাগল (গান নং ১৪৮)
- মন দড়াইয়া ধরিয়ো বন্ধুরে গো, হাছনজান (গান নং ৩০৮)
- মন বাউল ও বাউল তোর মতি তোর মতি (গান নং ১৪৯)
- মন মজিলো যার কাছে শুধাইলে নি প্রাণ বাঁচে (গান নং ৩৩৩)
- মন মনিয়া রে ও মোর মন মনিয়া (গান নং ১৫০)
- মন যাইবায় রে ছাড়িয়া (গান নং ১৫১)
- মনচোরারে ধরমু কোন ছলে রে মন, মনচোরারে (গান নং ১৪৭)
- মনে মনে হয় আমার করবো সুন্দর বিয়া (গান নং ৩৪০)
- মমিন আরে ভাই, ঈমান রাখিও দড় (গান নং ১৫২)
- মমিন বান্দা হ, নমাজ রোজা দৃঢ় মনে পড় (গান নং ১৫৩)
- মরণ কথা স্মরণ হইলোনা হাছন রাজা তোর (গান নং ১৫৪)
- মরণ কালে রে, কে যাইবে তোর সঙ্গে (গান নং ১৫৫)
- মরণ তো কারো নয় দেওয়ান হাছন রাজা কয় (গান নং ৪৬৩)
- মরলাম বাউজের প্রেমের তাইসে (গান নং ৩৭২)
- মাইলো পেয়ারী কামড় গালে, উঠিয়া আমার কোলে (গান নং ২৫৯)
- মাটির পিঞ্জিরার মাঝে বন্দী হইয়া রে (গান নং ১৫৭)
- মাবুদ আল্লার রঙ্গে মম প্রাণ নিলো সঙ্গে (গান নং ২৩০)
- মায়া নি লাগেনা মোরে দিয়া রে বন্ধু (গান নং ৪৪৪)
- মায়াজানে পাগল করলো হাছন রাজারে (গান নং ২৮৬)
- মায়াজালে পাগল কৈল হাছন রাজারে (গান নং ১৫৮)
- মিশিলো রে মিশিলো রে (গান নং ৩৫৪)
- মুনিব হইয়া করো তুমি চুরি, ঠাকুরা চোরা (গান নং ১৫৯)
- মোরে ডাকে ডাকেরে হাছন রাজা লাঙ্গে (গান নং ৩৫১)
- মোরে দূর রাখিও না গো প্রাণ হরি (গান নং ১৫৬)
- যাবো যে বন্ধের বাড়ি কি নিয়া যাবো যে সঙ্গে (গান নং ২২৫)
- যাবো যে বন্ধের বাড়ি, কি লইয়ে যাবো যে সঙ্গে (গান নং ১৬০)
- যার মায়া সব ছাড়িয়া আল্লাহরেদি হয় (গান নং ২৩২)
- যার লাগি কান্দো রে মন তারে জানো না (গান নং ১৬১)
- যারে বন্ধে চায় কীসের ভাবনা তার (গান নং ৩৮৬)
- যে বলে খোদা দেখেনা, সে তো চিরকালের কানা (গান নং ১৬২)
- রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে (গান নং ১৬৩)
- রঙ্গিলা বুবাইর মুখখান দেখিয়া মনটা আমার লকলক করে (গান নং ৩৫৫)
- রঙ্গিয়া কানাই রঙ্গিয়া কানাই রে (গান নং ৩৪১)
- রঙ্গিয়ার রঙ্গে আমি মজিয়াছি রে (গান নং ১৬৪)
- রাইত হইলে ঘুম আসেনা প্রাণবন্ধের লাগিয়া (গান নং ৩৭৫)
- রাঙ্গিলা নে কিয়া দেখায়া মুঝে রাঙ (গান নং ৫২৪)
- রুপ দেখিলাম রে নয়নে আপনার রুপ দেখিলাম রে (গান নং ৩০৬)
- রুপ দেখিলাম রে নয়নে, আপনার রুপ দেখিলাম রে (গান নং ১৬৫)
- লাগলো রে পিরীতের নিশা, হাছন রাজা হইলো বেদিশা (গান নং ১৬৬)
- লাগাইলো পিরীতের লেটা, কপাল পুড়া বেটা (গান নং ৪৭৫)
- লাগিয়া পিরীতের ছটকা (গান নং ৪২৮)
- লাগিয়ে পিরীতের ছটকা (গান নং ২৪৯)
- লাল বুবাই রে দেখিয়ে দেখ রাঙ্গা (গান নং ২৩৮)
- লোকে বলে বলে রে আল্লার কাম করলাম না (গান নং ৪৫১)
- লোকে বলে, লোকে বলেরে ঘর বাড়ি ভালা নয় আমার (গান নং ১৬৭)
- লোকে বলে, লোকে বলেরে হাছন রাজা তুমি কে (গান নং ১৬৮)
- সকলই ঠাকুরের লীলা (গান নং ২৩১)
- সবই তুই তুই সবই তুই তুই সবই তুই তুই (গান নং ৪৩০)
- সরিয়া তসবি টপকা গিয়ারে মুল্লা মুল্লা (গান নং ৪৩৯)
- সাধের দিলারাম সাজে (গান নং ৪৯৩)
- সাধের পিরীতি করিয়া আমার প্রাণ গেলো সই (গান নং ৪৩৩)
- সাধের পিরীতি কৈলেম মনপ্রাণ মজিয়ে রে (গান নং ২৩৫)
- সাধের হুহু হুহু হুহু রে তোর মাঝে এতই আল্লার খেলা (গান নং ১৭১)
- সুনা ঠাকুর সুনা ঠাকুর গো (গান নং ৩০১)
- সুনা দাদার বউ চান্দ দাদার বউ গো (গান নং ২৩৭)
- সুনা দিদি ঠাকুর দিদি গো, বন্ধের লাগি কি মোর করে (গান নং ৩৮৭)
- সুনা দিদি সুনা দিদি গো (গান নং ৩৪৩)
- সুনা বন্ধের লাগিয়া মনে আমার কি করে গো (গান নং ৩১৯)
- সুনেলী গো জান বাহারে বাহারে রঙ্গ করে (গান নং ৩৮৫)
- সুন্দর দেখলে প্রাণ মোর রয়না আর ঘটে রে (গান নং ৩৯১)
- সুন্দর দেখলে প্রাণ মোর রয়না আর ঘরে রে (গান নং ২৮১)
- সুন্দর সুন্দর পেয়ারী লাল (গান নং ৩৮৯)
- সুন্দর সুন্দর রসের রসিয়া রে ভালা (গান নং ৩৬৮)
- সুন্দর সুন্দর রসের রসিয়া, রে ভালা (গান নং ২৬৪)
- সুন্দরী গো আমারে পাগল করিলে (গান নং ৫০০)
- সুন্দরী গো, আমারে পাগল করিলে (গান নং ৫১৩)
- সুন্দরী রাধে গো, তোর কানাইয়া যাইবো ছাড়ি (গান নং ১৭৯)
- সুন্দরীর মুখ দেখিয়া মন মোর হুতাশ হইলো (গান নং ৩৭৭)
- সোনা দিদি, ঠাকুর দিদি গো, বন্ধের লাগিয়া কি মোর করে (গান নং ১৭২)
- সোনা নাতিন গো, মালিয়া বুড়িয়ে মোরে ধইলো (গান নং ১৮১)
- সোনা বউ, সোনা বউ গো তোর লাগিয়া হাছন রাজা ব্যাকুল (গান নং ১৭৩)
- সোনা বন্ধু আমার জিগরের টুকরা রে (গান নং ১৭৪)
- সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো (গান নং ১৭৫)
- সোনা বন্ধের লাগি মনে আমার কি করে গো (গান নং ৩২৪)
- সোনা বন্ধের লাগিয়া মন কেন এমত করে (গান নং ১৬৯)
- সোনা বন্ধের লাগিয়া মনে লয় সব তেয়াগিয়া (গান নং ১৭৬)
- সোনা বন্ধের লাগিয়া হাছন রাজা হইলো ফানা (গান নং ১৮০)
- সোনা বন্ধের লাগিয়া হাছন রাজার প্রাণ গেলোরে (গান নং ১৭৭)
- সোনা মুনিব গো, বুড়া অক্তে গোলামকি আর সহেনা (গান নং ১৮২)
- সোনা রাধে, সোনা রাধে গো, আমার মন কেন তোর কাঙ্গালিনী (গান নং ১৭০)
- সোনালী গো জান বাহারে বাহারে রঙ্গ করে (গান নং ২৯৭)
- সোনালী গো জান, তোর লাগি গেলো ও মোর প্রাণ (গান নং ৩২৫)
- সোনালী জান, তোরে দেখিয়া গেলো প্রাণ (গান নং ৩৮২)
- সোনালীয়া গো জান, তোর অঙ্গে কত রঙ্গ ধরে (গান নং ৪৮৬)
- সোনালীয়া দিদি, সুকনামে ডুবি গেলো নাও (গান নং ১৭৮)
- হইছে মোর প্রেমের বেমার (গান নং ৩৩৪)
- হইয়ে মুসলমান জাতি (গান নং ২৬৭)
- হরি বল মন হরি বল মন, বিকিয়ে হরির প্রেম বাজারে (গান নং ৩৩৫)
- হরির নামে কীর্তণ কর সবে গো প্রাণ সই (গান নং ১৮৩)
- হাছন রাজা আজব এক রঙ্গিয়া রে (গান নং ৫২৭)
- হাছন রাজা আল্লা ছাড়া থাকিওনা (গান নং ৫১০)
- হাছন রাজা আল্লার সোহাগী (গান নং ৪৯৬)
- হাছন রাজা এক আল্লাহ কাগজেতে লেখ (গান নং ২১৪)
- হাছন রাজা করে যে মানা ভাইয়ে ভাইয়ে বিবাদ করিওনা (গান নং ৩৪৫)
- হাছন রাজা কা নেহি, মাকান কা ইয়াদ হ্যায় (গান নং ২১২)
- হাছন রাজা কি আর বাঁচে (গান নং ৩২৩)
- হাছন রাজা কেন মইলো না (গান নং ৩০৫)
- হাছন রাজা কয় (গান নং ২১৩)
- হাছন রাজা কয়, এক বিনে দুই নাই, আল্লা জগতময় (গান নং ৪৯৮)
- হাছন রাজা গদা (গান নং ২২০)
- হাছন রাজা গদা মায়া দয়া ত্যাগীয়া ভাবো খোদা (গান নং ৫০৩)
- হাছন রাজা চাইয়া রইলো রে (গান নং ৩১৫)
- হাছন রাজা চায় মাবুদ আল্লার জাতে মিশিবার দায় (গান নং ৫১৪)
- হাছন রাজা তো মইরবো না (গান নং ১৮৫)
- হাছন রাজা তোর তনের বিচার কর (গান নং ৪৯৫)
- হাছন রাজা দুখি না আল্লা ছাড়া মন যে সুখি না (গান নং ৫০৪)
- হাছন রাজা ধরছে বন্ধুরে (গান নং ২৬৬)
- হাছন রাজা নাচতে আছে আল্লা আল্লা করি (গান নং ১৮৬)
- হাছন রাজা নাচেরে নাচে (গান নং ৫০৭)
- হাছন রাজা পরদেশী রে, হাছন রাজা পরদেশী (গান নং ৪৮৪)
- হাছন রাজা প্রাণ বন্ধের ভিখারী রে (গান নং ৩১১)
- হাছন রাজা প্রেমানলে জ্বলে (গান নং ৩০৪)
- হাছন রাজা প্রেমের মানুষ, প্রেমের নাচন নাচন করে (গান নং ১৮৮)
- হাছন রাজা বলে (গান নং ৪৭৮)
- হাছন রাজা বলে মোরে দূরে রাখিও না (গান নং ১৮৯)
- হাছন রাজা বলে, আইলো আইলো লো পেয়ারী কোলে (গান নং ৪৮৩)
- হাছন রাজা বাউলা মনে সদায় রাখিও আল্লা (গান নং ১৯০)
- হাছন রাজা বড়ই আহাম্মক (গান নং ৫০২)
- হাছন রাজা ভাবতেছে তোরে (গান নং ৪৯৭)
- হাছন রাজা ভাবিয়া দেখ মনে (গান নং ১৯১)
- হাছন রাজা মজিয়াছে সুন্দর সখীর রঙ্গে (গান নং ৩৬৪)
- হাছন রাজা যদি মরে (গান নং ৩২২)
- হাছন রাজা যদি মরে ছাড়িয়া থাকবোনা গো তোরে (গান নং ৪১৭)
- হাছন রাজা রে কয়দিন, কয়দিন তোর আর বাকী (গান নং ১৯৩)
- হাছন রাজা রে মইলে বসতি হবে কই (গান নং ১৯৪)
- হাছন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের লাগি (গান নং ৫০৫)
- হাছন রাজা হইলো রে ফানা, সবার হইলো জানা (গান নং ৪৭৩)
- হাছন রাজা হইলোরে দেওয়ানা (গান নং ৪৪৬)
- হাছন রাজা হইয়াছে বাউলা (গান নং ২০৪)
- হাছন রাজা হাছন রাজারে কেন সিতা পাড় তেড়া (গান নং ২৫২)
- হাছন রাজার কি হইবে রে ভাই (গান নং ২৩৯)
- হাছন রাজার দিন গেলোনা দুখে (গান নং ২১৬)
- হাছন রাজার নাচিয়ে নাচিয়ে দিন গেলো (গান নং ২১৭)
- হাছন রাজার মনে, খেলবো এবার বন্ধের সনে (গান নং ১৯২)
- হাছন রাজার হইলো জ্বালা (গান নং ২৮৮)
- হাছন রাজারে ঠাকুরে পাগল করিয়াছে (গান নং ৪০২)
- হাছন রাজারে পাগল বানাইলো কুনে (গান নং ৫১৫)
- হাছন রাজায় আমারে এগো পাগল করিলো (গান নং ২৪৪)
- হাছন রাজায় আল্লা আল্লা চায় চায় (গান নং ১৯৫)
- হাছন রাজায় আল্লার সোহাগী (গান নং ২২৭)
- হাছন রাজায় কান্দে রে (গান নং ৩৪৮)
- হাছন রাজায় কান্দে, কান্দে রে, আল্লাজির লাগিয়া (গান নং ১৯৮)
- হাছন রাজায় কান্দে, হাছন রাজায় কান্দে রে (গান নং ১৯৯)
- হাছন রাজায় কয় আল্লা বিনে কিছু নয় (গান নং ২২১)
- হাছন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় (গান নং ১৯৬)
- হাছন রাজায় কয়, নমাজ রোজা ছাইড়া দিছি (গান নং ১৯৭)
- হাছন রাজায় কয়, ভাবিয়া চিন্তিয়া দেখি আমি কিছু নয় (গান নং ৫০৬)
- হাছন রাজায় তুকায় ঘরে ঘরে (গান নং ৩৭০)
- হাছন রাজায় নাচে রে রঙ্গে রঙ্গে (গান নং ২৩৬)
- হাছন রাজায় নেয়না যদি মোরে সঙ্গে (গান নং ৩৫২)
- হাছন রাজায় বলে একবার আসি প্রাণ প্রিয়সী লও মোরে কোলে (গান নং ১৮৪)
- হাছন রাজায় বলে ও আল্লা, ঠেকাইলায় ভবের জঞ্জালে (গান নং ২০০)
- হাছন রাজায় বলে রে আমি আমায় চিনিয়াছি (গান নং ৪৫০)
- হাছন রাজায় বলে সিধা সাদা (গান নং ৪৯৯)
- হাছন রাজায় বলে, পরিচয় দে রে (গান নং ২০১)
- হাছন রাজায় বলে, বুঝতে নারি মাবুদে কারে লইবো কোলে (গান নং ২০২)
- হাছন রাজায় বলে, সিধা সাদা (গান নং ২১৫)
- হাছন রাজায় ভালা নাচেরে নাচে (গান নং ২৯১)
- হাছন রাজায় সদায় দেখে আল্লা (গান নং ২০৩)
- হাছন রাজায় হুকুম করে রে (গান নং ২৭২)
- হায়রে বন্ধু কালাচান্দ, তোমার লাগিয়া গেলো প্রাণ রে (গান নং ২০৫)
- হায়রে হাছন রাজারে (গান নং ৩১২)
- হে মা করুণাময়ী কৃপা কর মুই অধমেরে (গান নং ৩৭৩)
- হে মা করুণাময়ী কৃপা করো মুই অধমেরে (গান নং ২০৬)
- হেরিয়ে হরি মুরারী ধারী, গৃহে রইতে নারি রে (গান নং ২০৭)