দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৬৮

পিরীত করিয়া এই লাভ হইলো ।
আমার মনপ্রাণ জ্বলিয়া গেলো ।
কলঙ্কিনী যে নাম আমার চিরকাল লাগিয়ে রইলো ।
হইলাম আমি কলঙ্কিনী লোকের হইলো জানাজানি ।
করে সবে কানাকানি, জাতি কূল সবই গেলো ।
পিরীতের কি এত জ্বালা, ভাবিয়া শরীর হইলো কালা ।
তবু নাহি নিবে জ্বালা দিলে সুরমা নদীর জল ।
হাছনজানে পিরীত করিয়া মরতে আছে জরিয়া জরিয়া ।
বাঁচিবে যে কেমত করিয়া প্রাণ হাছন রাজায় নিলো ।