দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫৬

ওরে আমার পাগলা মাঝি
পাগলা নে তোর বৈঠা নে ।
ঈশান কোণে সাজ কইরাছে
মেঘ ডাইকাছে বায়ূ কোণে রে
আমি ঠেকয়লাম পাগলা মাঝি লইয়া
নাও ভিড়াইতে উল্টা টানে ।।
হাছন রাজার ভাঙ্গা তরী
নাই যে কড়ি, নাই কাণ্ডারী
আমি মধ্যিখানে ডুইবা রইলাম
কার কাছে কই কেবা শুনে ।।