দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৫৯

পিরীতি করিয়া মরিয়ে জরিয়ে ।
লাগাইয়ে পিরীতের লেটা প্রাণ নিলো হরিয়ে ।
পিরীতের কি এত জ্বালা ভাবিয়া তনু হয় কালা ।
সে বিনে লাগেনা ভালা, আনো আনো তারে ধরিয়ে ।
হাছন রাজা পিরীত করিয়া ফিরতে আছে ঘুরিয়া ঘুরিয়া ।
হুহু হুহু করিয়া ঘুরে ধরি কিমত করিয়ে ।