দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৫২১

ছোটা দেওরা ছে দিল মেরি লাগি রে ।
ছোট দেওরা ছে দিল মেরি লাগি রে ।
রাত ভার নিন্দ নেহি আতি হে ।
রাতকো না চ্যান হ্যায় দিলকো চ্যান ।
উসকি সাদমে ছে দিল পার ম্যায় লাগি দাগি রে ।
কিয়া কারু কাহা যায়ে ক্যায়সে উসকো পায়ে ।
উসকা লিয়ে বানু যোগীনি রে ।
হাছনজান যোগীনি হো কার ।
সাদমা অ্যায়ছি পওছা দিল পার ।
ছোড় দিয়া হ্যায় আপনা ঘার ।
হাছন রাজা কো কারলে উদ্ধার ।