দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭৯

দেখিয়া লো তোর রঙ্গের বাহার মন হইয়াছে উদাসী ।
হাছন রাজা চাইয়া রইছে দেখিয়া গো তোর মুখের হাসি ।
জলে যাইতে যায় গো কেন মোরে ঘসি ঘসি ।
আমি তোমার পাছে পাছে যাই ভালবাসি ।
মনে মনে আছে আমার সর্বদাই তুমিই তুমি ।
কিমত করিয়া তোমারে প্রাণ করি আমি বশি ।
হাছন রাজা তোমার আশায় আছে উপবাসী ।
ক্ষিদা আমার দূর করিয়া দেও একবার কোলে আসি ।