দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১৮০

সোনা বন্ধের লাগিয়া হাছন রাজা হইলো ফানা ।
রঙ্গে রঙ্গে গাইতে আছে কতই যে গানা ।।
প্রেমে মত্ত হাছন রাজা হইলোরে দেওয়ানা ।
হাছন রাজায় মানেনা তোর কট মুল্লার মানা ।।
নাচে নাচে হাছন রাজা, হাতে দেয়রে তালি ।
বন্ধের বাড়ির মানুষ আইলে করে কোলাকুলি ।।