ও তোর প্রেমে মজিলেম এলো সখী । ও তোর ঝলমল রঙ দেখি । সোনার বরণ অঙ্গ দেখিয়া চাই উকি বাকি । রুপ রঙ্গ দেখিয়া তোর আমি গেলাম ঠেকি । ছাড়িয়া থাকতে পারবোনা গো প্রাণ কেমনে রাখি । আশিক হাছন রাজায় বলে আচানক তোর আখি । আমিও হইয়াছি পাগল চান্দমুখ তোর দেখি ।