হাছন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয় ।
অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় ।।
প্রেমেরি বাজারে হাছন রাজা, হইয়াছে লয় ।
তুমি বিনে হাছন রাজায়, কিছু না দেখয় ।।
প্রেম জ্বালায় জ্বলি মইলাম, আর নাহি সয় ।
যেদিকে ফিরিয়ে চাই বন্ধু দেখি ময় ।।
তুমি আমি আমি তুমি ছাড়িয়াছি ভয় ।
উন্মাদ হইয়া হাছন নাচন করয় ।।