দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪১১

বন্ধুর মাঝে আছে আমার খোদা গো প্রাণ সই ।
সই গো, বন্ধুর মাঝে আছে আমার খোদা ।
বন্ধু হইতে মাবুদ আল্লা নাই আছে জুদা গো ।
মন আমার কানাই হয়, তন হয় গো রাধা ।
আমিই আমার দাদার বউ আমিই আমার দাদা ।
চিনিয়া না চিনিলাম তোরে আমি রইলাম সুদা ।
চরিয়া চরিয়া খায় যেমন ঘাস মন্দ্রাজের গাধা ।
আমার গান শুনিয়া মুল্লা মুনশীরা দেয় বাঁধা ।
মুল্লা মুনশীর কথা যত সকলই বেহুদা ।
হাছন রাজায় বলে মুল্লা হয়রে ও নদা ।
কিসেতে কি করে দেখ ধরিয়া দেয় রে বেদা ।
সজনী সই, নাচিয়া যায়রে নাচিয়া যায়রে হাছন রাজা গদা গো ।
আমি হইতে আমার বন্ধু না আছে আলাদা ।
সজনী সই সইয়া গো, বন্ধুর মাঝে আছে আমার খোদা ।