দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৭৭

বাউজ আমার বড়ই রসিক ।
ছটর বটর দেখি হাছন রাজা হইলো আশিক ।
পান খাইয়া চাদ্দরে মোর লাগাইলো পিক ।
বাউজ আমার মড় মস্থা কিছু নাই মানে ।
একলা পাইলে হাতে ধরিয়া আমারে যে টানে ।
বাউজ আমার বড় রঙ্গিন ফিরে ফিরে ধরে ।
মানুষ টানুষ না দেখিলে খামছা মারে মোরে ।
কথায় কথায় বাউজে মোর মন ভুলাইয়াছে ।
বাউজরে না দেখিলে হাছন রাজা নাই বাঁচে ।
শনি রবি মঙ্গলবারে বাউজে কিযে করে ।
হাছন রাজা পাগল হইয়া বাউজের সঙ্গে ফিরে ।