দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৯১

দেখিয়া আর প্রাণ বাঁচেনা তুই সুন্দরী রে ।
না জানি কি করলে জাদু আন্ধারি মোরে ।
পর্দা দিয়া বসিয়া থাক তুমি গো ঘরে ।
আচানক তোর রুপ দেখিয়া প্রাণ ছটফট করে ।
হেরিয়া তোর রুপের চটক কি হইলো গো মোর ।
জ্বীন পরীর ছাটায় যেমন থাকিয়া থাকিয়া ধরে ।
কি কবো তোর রুপের খুবি, যে দেখে সে ঘুরে ।
ও তোর ঝিলিমিলি ঝলমলা রুপ পাগল করলো মোরে ।
তোরে দেখিয়া মনে আমার কীসে কি যে করে ।
তোমার প্রেমে মত্ত হইয়া হাছন রাজা মরে ।
মনে লয় দিনে রাইতে দেখি গো তোমারে ।
এই বলিয়া হাছন রাজা প্রাণ সঁপিলো তোরে ।