দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২০০

হাছন রাজায় বলে ও আল্লা, ঠেকাইলায় ভবের জঞ্জালে ।
বেভুলে মজাইলায় মোরে এই ভবের খেলে ।।
বন্ধের সনে প্রেম করিবার বড় ছিলো আশা ।
ভবের জঞ্জালে ফেলে করিলে দুর্দশা ।।
স্ত্রী হইলো পায়ের বেড়ি, পুত্র হইলো খিল ।
কেমনে করিবায় হাছন বন্ধের সনে মিল ।।
স্ত্রী পুত্রের মায়াল রইলায় ভবেতে মজিয়া ।
মরণ পরে স্ত্রী পুত্র না পাইবায় খুজিয়া ।।
বাপ মইলা, ভাই মইলা, আর মইলা মাও ।
এব কিনা বুঝলায় হাছন এ সংসারের ভাও ।
দিন গেলো হেলে হেলে রাত্রি গেলো নিন্দে ।
ফজরে উঠিয়া হাছন হায় হায় করি কান্দে ।।
কান্দিয়া হাছন রাজায় কয় আরপিন নগর বইয়া ।
দিবানিশি আছি কেবল বন্ধের চরণ চাইয়া ।।