ঠাকুর ঠাকুর ঠাকুর আমি চাই ।
আমার ঠাকুর বিনে কিছু নাই ।
ঠাকুর ঠাকুর ঠাকুর আমি চাই ।
আমার যে প্রেমের বেমার ঠাকুর বিনে ঔষধ নাই ।
ঠাকুর আমার মায় বাপ, ঠাকুর ঘর গুষ্টির জামাই ।
ঠাকুর বিনে প্রাণ বাঁচেনা শুন এগো রাই ।
কি করিলে হবে আমার ঠাকুরের ঘরে ঠাই ।
হৃদ কমলে থাকে ঠাকুর ধরিয়া না পাই ।
হৃদয়েতে আছে ঠাকুর তার লাখান কেউ নাই ।
দিনে রাইতে হাছন রাজায় ঠাকুরের গুণ গাই ।
ঠাকুরে মোরে চরণতলে রাখবো নিরে ভাই ।