মোরে দূর রাখিও না গো প্রাণ হরি ।
সাক্ষাতে না রাখলে মরি, জ্বালায়ে প্রেমেরই গো প্রাণ হরি ।।
কাকুতি মিনতি করি আমি যে তোমারই ।
আকাঙ্খা মোর পূর্ণ করো থাকতাম চরণ ধরি গো ।।
দিনে রাইতে তোমার লাগিয়া মনে প্রাণে ঝুরি ।
আমি তো হইয়াছি তোমার প্রেমের ভিখারী গো ।।
সাথে মোর দেও প্রভু চরণ তোমারি ।
জন্ম নাহি হউক মোর সদায় তোমায় হেরি গো ।।
হাছন রাজার মনে কেবল এ বাসনা করি ।
সর্বদা দাসত্ব যে করি, হইয়ে তোমার দ্বারী গো ।।