দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ১০০

দিন তো গেলো দিনের পন্থে চাইয়ে রইলে কি ।
দিন গেলে কোথায় থাকবো বল গো সখি ।।
দিন গেলো দিনের পন্থে কি করবে রে তুই অন্তে ।
পড়িয়া আছো ভ্রান্তে দেখোনা নাকি ।
বেভুলে পড়িয়া রইলে বৃথা কাজে দিন গুয়াইলে ।
আল্লার নাম নাহি লইলে হইলো রে তোর কি ।।
হাছন রাজায় আউলা হইয়ে ডাকি তোমায় মাওলা বলিয়ে ।
কোলে মোরে লওগো তুলিয়ে এগো চান্দমুখি ।।
হাছন রাজা বেভুল হইয়ে দিন তো তোমার গেলো গিয়ে ।
কার দিকে আছো চাইয়ে বুঝোনা নাকি ।।