দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩২০

কঠিন শ্যামের মন আমার সাজও ভুলেনা ।
মনপ্রাণ দিয়ে কান্দি আসিয়া তো মিলেনা ।
কাকুতি মিনতি করি তবু তো সে আসেনা ।
আমি তো তার লাগিয়া মরি সে তো ভালবাসেনা
আমার প্রেমের ফান্দে সে তো এগো ফাঁসেনা ।
মুখপানে চাইয়ে থাকি একবার তো হাসেনা ।
হাছনজান বলে বন্ধু সে তো আমার বশে না ।
হাছন রাজারে দিয়ে মিছে করে কেন ঘোষণা ।