দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৮৩

হাছন রাজা বলে, আইলো আইলো লো পেয়ারী কোলে ।
কোলে লইয়া হাছন রাজারে ধরলো পেয়ারী গলে ।
আঞ্জা করি ধরিয়া থইলো বুকের উপর তুলিয়ে ।
রুপ দেখিয়া হাছন রাজা পড়িলো ঢুলিয়ে ।
আচানক মূর্তি দেখিয়া হুশ না রইলো আর ।
বলা নাই যায় সেই রুপের বাহার ।
ঝিলিমিলি করে অঙ্গে দেখতে চমৎকার ।
এমন সুন্দর বদন না দেখিয়াছি আর ।
হাছন রাজায় বলে পেয়ারীর আচানক ছবি ।
শত কোটি চন্দ্র জিনিয়ে পেয়ারীর মুখের খুবি ।