বন্ধু তোর পায়ে ধরি পায়ে পড়ি ।
আমার ছাড়িয়ে যাইয়োনা রে ।
তুমি গেলে মরবো আমি প্রেমের জ্বালায় রে ।
ছাড়িয়ে গেলে বঞ্চিতে না পারবো আমি ঘরে ।
তিলেক মাত্র আলগ হইলে বাঁচবোনা রে ।
ছাড়িয়ে থাকতে নাই পারি, তুমারে যে এক ঘড়ি ।
তুমার লাগি মনে আমার সদাই করে হুড়াহুড়ি ।
হাছন রাজায় বলে বন্ধু ছাড়বোনা রে তোরে ।
ছাড়বোনা ছাড়বোনা তোরে, হাছন রাজা যদি মরে রে ।।