কেন যে আসিলায় ভবে মানুষ যদি হইলায় না
মানুষ কেন হইলায় নারে, পরের কার্য করলায় নারে ।
মানুষেরি কার্য এই শুন আমি বলি তাই ।
মানুষের উপকার করা সে বিনে আর কিছু নয়রে ।
আপন কার্য করিয়ে দেরী কয় শ নিতে পরকে মারি ।
টাকা দিয়া সুদে বলাইয়ে নাশ করি কত জনারে ।
হাছন রাজার এই মত নয় ভাই নয় এই পন্থ ।
পরোপকার করো যত পারো মন্দ কারো করিও নারে ।