দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২২৮

পিরীতে মোরে থাকতে দিলোনা ঘরে ।
দিনে রাইতে মনের মাঝে ছটফট করে ।।
আক্তা আক্তা অন্তরেতে কি মত মোর করে ।।
ক্ষণে উঠি ক্ষণে বসি ক্ষণে যাই বাইরে ।
একদিন ঘুমিতেছিলাম সুরমা নদীর পারে ।।
দেখা দিয়া প্রাণবন্ধে মোর প্রাণ হরে ।
সে অবধি হাছন রাজা ভাবতেছে তারে ।।
বাউল মতি হইয়া দেখ চৌদিকে ঘুরে ।
নাইচে নাইচে হাছন রাজা কেমনে কি যে করে ।।
আবার পাইলে ছাড়বোনা গো প্রাণবন্ধুরে ।
ছাড়বোনা পাইলে মনমোহনেরে ।
ধরিয়া তারে বান্ধি থইবো হৃদয়ে মন্দিরে ।।