ধরাইয়া ধরাইয়া নাও বাইয়ো মন মাঝি রে ।
ও মাঝি, ধরাইয়া ধরাইয়া নাও বাইয়ো ।
কোনদিকে পানির স্রোত তারে দেখিয়া নিরখিও ।
বুঝিয়া সুঝিয়া নাও ধরিও যাইয়োনা নদীর বাঁকে ।
নদীর বাঁকে গেলে ঠেকবায় বিষম বিপাকে ।
অকূল সমুদ্র দেখো নাই তার সুর ।
আর তো আন্ধারিয়া রাত্রি মেঘ করছে ঘোর ।
বড়ই সঙ্কটী নদী বেড়া ছেড়া মুরা ।
মুরার নিকটেতে মধ্যে মধ্যে চরা ।
হুশ রাখিও ঘুম না যাইয়ো হাল ধরিও ঠিকে ।
মশাল জ্বালাইয়া দেখিও কি আছে গুমকে ।
হাছন রাজায় বলে মনমাঝি ওরে ভাইয়া ।
নৌকাখান ধরিও তুমি আগের দিকে চাইয়া ।