দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৪৬

হাছন রাজা হইলোরে দেওয়ানা ।
কিসে কি করে কিছুই মানে না ।
দেওয়ান হইয়া হাছন রাজায় কি যে কয় ।
মুল্লা মুন্সীয়ে উড়াই দেয় কথা নাই লয় ।
মুল্লা মুন্সী কথা কয় কিতাব কোরাণ দেখিয়া ।
হাছন রাজা কথা কয় আপনার মাঝে থাকিয়া ।
নিজের কথা কয় নিজে তনের বিচার করি ।
কথা শুনিয়া দেশের লোক হইয়া আছে বৈরী ।
আর বৈরী হইয়াছে দেশের আরিপরি ।
সবে বলে হাছন রাজা চৌধুরীরে আন ধরি ।
লক্ষ মানুষ বুঝে হাছন রাজায় এক পশম ।
কোনো শালারে দিয়া নাই হাছন রাজার ভয় গম ।
হাছন রাজায় বলে যত মোল্লা মুন্সী পাও ।
ধরিয়া ধরিয়া আনিয়া কেবল পাওয়ে দাবাও ।