পিরীতের কি এত যন্ত্রণা আগে জানিনা । জানিলে তাহার পিরীতে আমি মজিতাম না । পিরীত করিয়ে হাছন রাজা হইলো দেওয়ানা । নাচে কুঁদে ফালায় ফুলায় হইয়া ফানা নাচি নাচি চলছে হাছন রাজা মাস্তানা । খেমটা তালে গাইয়ে যাই যে পিরীতের গানা ।।