মন যাইবায় রে ছাড়িয়া ।
কেহ নাহি পাইবো তোমায় সংসার ঢুড়িয়া ।।
কিশের আশা, কীসের বাসা, কীসেরও সংসার ।
মইলে পরে ভাবিয়া দেখো, কিছু নয় তোমার ।।
কিসের আশয় কীসের বিষয়, কীসের জমিদারী ।
কীসের হয় রামপাশা, কীসের লক্ষণছিরি ।।
ছাড়ো ছাড়ো হাছন রাজা এই ভবের আশা ।
এই চিন্তা করো, পাইতায় চরণ তলে বাসা ।।