দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৩

আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে ।
ও আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে ।
হাছন রাজায় আল্লা বিনে কিছু নাহি মাঙ্গে ।।
আল্লার রুপ দেখিয়ে হাছন রাজা হইয়াছে ফানা ।
নাচিয়ে নাচিয়ে হাছন রাজায় গাইতেছে গানা ।।
আল্লার রুপ আল্লার রঙ্গ আল্লারও ছবি ।
নূরের বদন আল্লার কি কবো তা খুবি ।।
হাছন রাজা দিলের চক্ষে আল্লাকে দেখিয়া ।
নাচে নাচে হাছন রাজা প্রেমে মাতোয়াল হইয়া ।।
উন্মাদ হইয়া নাচে, দেখিয়া আল্লার ভঙ্গি ।
হুশ মুশ কিছু নাই হইছে আল্লার সঙ্গী ।।
আদম ছুরত আল্লার জানিবায় বে শক ।
খলকা আদমা আলা ছরতেহি হক ।।
রুপের ভঙ্গি দেখিয়ে হাছন হইছে ফানা ।
শুনে নারে হাছন রাজায় মুল্লা মুন্সীর মানা ।