দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৬৩

মরণ তো কারো নয় দেওয়ান হাছন রাজা কয় ।
পুরান ঘর ভাঙ্গিয়া গেলে নয়া ঘর বানাইতে হয় ।
বৃথা মোরা ভাবি তাই মরণ তো কারো নাই ।
আসা যাওয়া করা বৈ ইহা ছাড়া কিছু নয় ।
কত আসবে কত যাবে কত ঘুরা ঘুরিতে হবে ।
চিরকাল এভাবে রবে যতকাল না হইছে লয় ।
হাছন রাজার এই যুক্তি একমনে কর ভক্তি ।
তবে যে পাইবায় মুক্তি ভাব কেবল দয়াময় ।