পার করে দে ভবনদী এগো দিদি ।। পয়সা কড়ি নাই মোর কেমনে হইমু পার । দয়া করে পার করে দে, তোমারে সাধি ।। পার হইবার উপায় নাই, হাছন রাজা কান্দে তাই । ভব সিন্ধুয়ে ডুবে মরি ছয় জনা বিবাদী ।।