প্রাণ রে মিছে বলি আমি আমি । ভাবনা চিন্তা করিয়া দেখি সকলেই তুমি । তুমি ঘরে তুমি বাইরে তুমি অন্তর্যামী । মিছামিছি এদিক সেদিক কেন আমি ভ্রমি । তুমিই জগতের কর্তা তুমি জগৎ স্বামী । হাছন রাজা লোকে বলিয়া করিলো বদনামী ।