হাছন রাজারে পাগল বানাইলো কুনে । সে বিহনে মানেনা আমারও মনে । পাগল যে বানাইয়াছে জানলাম অন্বেষণে । তার মতো কেউ নাই জাহিরে বাতিনে । তার রঙ্গে দিল মিশিয়াছে কি করবো শয়তানে । হাছন রাজারে পাগল বানাইলো কুনে ।