দয়াল কানাই দয়াল কানাই রে
রাধারে দিয়া কেন মনে নাই ।
এখন কেন খুজিয়া আমি তোমায় নাই পাই ।
তুমি আমার আমি তোমার এক বিনে না জানি ।
আমি তো শ্রী রাধিকা তোমার কাঙালিনী
তুমি বিনে অন্যের কাছে নাইরে আমার মন ।
তোমার কাছে প্রাণ সপিয়াছি শ্রী রাধারমণ ।
আইসো আইসো দয়াল কানাই ডাকি যে তোমারে
দয়া করি একবার আইসো হাছন রাজার ঘরে ।
হাছন রাজায় ডাকে তোমারে কাকুতি করিয়া ।
না দেখিয়া চান্দমুখ যাইমুরে মরিয়া ।