আমিই মূল নাগর রে ।
আসিয়াছি খেইড় খেলিতে ভব সাগরে রে ।।
আমি রাধা আমি কানু, আমি শিব শংকরী ।
অধর চাঁদ হই আমি, আমি গৌর হরি ।।
খেলা খেলিবারে আইলাম এ ভবের বাজারে ।
চিনিয়া না কোন জনে আমায় ধরতে পারে ।।
আমিই মূল, আমিই কোল, আমি সর্ব ঠাই ।
আমি বিনে এ সংসারে আর কিছু নাই ।
নাচো নাচো হাছন রাজা কারে করো ভয় ।
আমিত্ব ছাড়িয়া দিয়া যাতে হইছো লয় ।।