দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৪৫৭

আমি হি আমি খোদা গো, এগো সই সজনী ।
আমি যেই খোদা সেই নাই জানবায় গো ।
আমি খোদা আমি খোদা হাছন রাজার খোদায় কয় ।
হাছন রাজা মাটির ভাণ্ড আর কিছু নয় ।
হাছন রাজা নাম দিয়া খেলা যে করয় ।
হাছন রাজা নাম দিয়া রুপ যে ধরয় ।
হাছন রাজা উঠিয়া উঠিয়া নিজে খোদা কয় ।
আমিত্ব ছাড়িয়াছি আমার আর কি ভয় ।
হাছন রাজা নাম দিয়া খেলা লীলা করি ।
হাছন রাজা টাটটি দিয়া রুপ আমি ধরি ।