ভাই হুশ কর রে হুশ কর রে ভাই ।
দেখতে দেখতে বেলা গেলো দিন বেশী নাই ।
দিন যায়রে দিনের পথে তুমি রইলায় বইয়া ।
বেভুলে মজিয়া রইলায় কার দিকে চাইয়া ।
অকারণে দিন তোমার গেলোরে ভুলে ভুলে ।
বৃথা কাজে দিন গুয়াইলায় কেবলই বিফলে ।
বেভুলে মজিয়া রইলায় স্ত্রী পুত্রের সঙ্গে ।
এই দিন যাইবো তোমার এই রস রঙ্গে ।
যখনে আসিয়া যমে হাতে দিবো দড়ি ।
বান্ধিয়া নিয়া যাইবো তোমায় না দিবো আর ছাড়ি ।
কোথায় রইবো স্ত্রী পুত্র কোথায় জমিদারী ।
কোথায় রইবো দোস্ত আপনার কোথায় লক্ষণছিরি ।
কেউ না তোর সঙ্গে যাবে একা যাইতে হবে ।
বিষম সঙ্কট কালে কেউরে না পাবে ।
কান্দে কান্দে হাছন রাজায় না হইলো মোর হুশ ।
জানিয়াছি জানিয়াছি আমার কর্মের দোষ ।
মোমীন বান্দার হুশ হইবো জানিও নিশ্চয় ।
হাছন রাজার হুশ হইলোনা হুশ দেও দয়াময় ।