আমি তোর কাঙ্গালিনী এগো মনমোহিনী ।
তুমি বিনে যত দেখি সকলই ফানী ।।
তুমি আমার আমি তোমার অন্য না জানি ।
এক বিনে দ্বিতীয় আমি কিচ্ছু না মানি ।।
যে দিকে ফিরাই আঁখি, সে দিকে তোমারে দেখি ।
সাধ করিয়ে হৃদয়ে রাখি ভুবন মণি ।।
তব মায়ায় পতিত হইয়ে, আছি তব রুপ চাইয়ে ।
আনন্দে মোহিত হইয়ে যায় রজনী ।।
হাছন রাজা বাঙ্গালী, হইয়ে তোমার কাঙ্গালী ।
প্রেমানলে জ্বলিয়ে যায় প্রাণী ।।