পিরীতের কি এত রে জ্বালা ।
আমার ভাবিয়ে তনু হইলো কালা ।
ও তোর ভগ্নির সঙ্গে পিরীত করিয়ে
প্রাণ গেলো রে ও শালা ।
যত্ন করিয়ে কইলাম পিরীত
হিতে হইলো বিপরীত ।
যারে বুঝিয়ে ছিলাম রে মিত ।
সে তো মারে রে ঠেলা ।
হাছন রাজা পিরীত করিয়ে
মরতে আছে জুরিয়ে জুরিয়ে ।
ফিরতে আছে ঘুরে ঘুরে বাজাইয়ে একতারা ।।