সাধের পিরীতি করিয়া আমার প্রাণ গেলো সই ।
প্রেয়সীরে ছাড়িয়া আমি কিমত করিয়া রই ।
হইছে মোর প্রেমেরই জ্বালা, কিছু নাই লাগে ভালা ।
সে জ্বালা এমনই জ্বালা কার ঠাই দুঃখ কই ।
যখন জ্বালা ওঠে চেতিয়ে, পারিনা থাকিতে শুতিয়ে ।
তুলে মোরে যেমন খেতিয়ে, করি হই হই ।
সে যে মোরে কি করিলো, মনপ্রাণ কাড়িয়া নিলো ।
কি যে টুটকা করিলো মানেনা সে বই ।
দিলো মোরে এমন জ্বালা চুলায় বসাইয়ে খোলা ।
ভাজিলো ভাজিলো মোরে যেমন ভাজে খই ।
পিপাসায় প্রাণ যায় আছি চাতকীর ন্যায় ।
প্রেয়সী কেন না আসিয়া খাইতে দেয়না দই ।
আইসো গো প্রেয়সী ধার, আমি তো হই তোমার ।
প্রেম ছলে কেন মারো, কত আর সই ।
হাছন রাজার প্রাণ যায়, করিয়া কেবল হায় হায় ।
এ কী হইলো বিষম দায়, তবু নাম তার লই ।