খোদা মিলে প্রেমিক হইলে
পাবেনা পাবেনা খোদা নমাজ রোজা কইলে ।।
খোদা যদি ধরতে চাও, তার সঙ্গে পিরীত বাড়াও ।
মিলিবে মিলিবে খোদা, প্রেমে তার মজিলে ।।
মিলিবে নারে প্রাণের খোদা তসবী টনকাইলে ।
মিলবেনা মিলবেনা খোদা, নাম তার লইলে ।।
আল্লা আল্লা কইলে কিবা কলমাও পড়িলে ।
পাইবে নারে প্রাণের খোদা, মাথা কুটিয়া মইলে ।।
অন্য পন্থে না যাইয়া প্রেম পন্থে গেলে ।
পাইবায় পাইবায় খোদা, হাছন রাজায় বলে ।।