দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ২৪১

কি হইলো গো প্রাণ সজনী দেখলে তাইরে প্রাণ বাঁচেনা ।
আমি তাইরে ঘসিয়া যাই, তাইতো মোরে ঘসেনা ।
আমি তো মজিয়ে আছি, তাই কেন গো মজেনা ।
কত করিয়ে মনকে ফিরাই মানিয়া মনে তো বুঝেনা ।
হাছন রাজার মন মজিয়েছে তাই বিনে কিছু বুঝেনা ।
একা তাইরে সার করিয়াছে, এক বিনে কিচ্ছু পূজেনা ।।