দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩০৪

হাছন রাজা প্রেমানলে জ্বলে ।
দয়া করিয়া লও মোরে কোলে ।
ঠাণ্ডা হইবো মম প্রাণ, কোলে তুলিয়া লইলে ।
কোলে লইলে আঞ্জা করিয়া ধরবো তোমার গলে ।
ছাড়বোনা ছাড়বোনা তোমায় প্রেমদান না দিলে ।।