দেওয়ান হাছন রাজা চৌধুরী রচিত গান নং ৩৬৩

আমি রাখিয়াছি বন্ধুরে দিলে, হাছন রাজা বলে ।
আমি রাখিয়াছি বন্ধুরে দিলে ।
আঞ্জা করিয়া ধরিয়া রাখছি প্রাণ বন্ধুয়ারে গলে ।
ছয় মাসে নয় মাসে সে যে কিমত করিয়া মিলে ।
এর লাগিয়া বান্দিয়া থইছি তুলিয়া আপন কোলে ।
ছাড়াছাড়ি নাইরে আর বন্ধু এ জীবন গেলে ।
ছাড়িয়া দিলে জিগর চান্দরে আর কিরে মিলে ।
কোলে লইয়া হাছন রাজা হিলে নাই ঢিলে ।
মুখের মাঝে মুখ দিয়া বুকে বুকে মিলে ।
ছাড়বোনা ছাড়বোনা তারে কোনো কালে ।
হাছন রাজার ছাড়বোনা গো কখন মরিলে ।।